এপ্রিল মাসে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ও বিধবা ভাতার টাকা কবে আসবে? দেখে নিন বিস্তারিত তথ্য
পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সাধারনত প্রত্যেক মাসেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পগুলির মাধ্যমে সরকার নির্ধারিত আর্থিক সহায়তা পান। এদকিকে এপ্রিল মাস পড়তেই উপভোক্তাদের মনে প্রশ্ন উঠছে—এই মাসে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, ও বিধবা ভাতা–এই চারটি গুরুত্বপূর্ণ স্কিমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে?
এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন এপ্রিল মাসে কোন প্রকল্পে কবে টাকা ঢুকবে, কোথা থেকে চেক করবেন এবং কোনো সমস্যা হলে কী করবেন? শেষ পর্যন্ত পড়ুন।
১. কৃষক বন্ধু প্রকল্প – এপ্রিল মাসের আপডেট
কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিম, যার মাধ্যমে রাজ্যের প্রান্তিক ও মাঝারি কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষকদের বছরে দুই দফায় অর্থ দেওয়া হয়—খরিফ ও রবি মরসুমে।
- এপ্রিল মাসে অনেক কৃষকের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহেই টাকা জমা পড়ে গেছে, এমন রিপোর্টও পাওয়া যাচ্ছে।
- বাকি কৃষকেরাও ২য় সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে সরকারি সূত্রে অনুমান করা হচ্ছে।
- প্রতি কৃষককে এককালীন ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, তবে তা জমির পরিমাণ অনুযায়ী।
স্ট্যাটাস চেক করার উপায় সমূহ :
- প্রথমত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন।
- এছাড়াও পঞ্চায়েত অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন।
- https://matirkatha.net ওয়েবসাইটে লগইন করেও স্ট্যাটাস দেখা যায়।
২. লক্ষ্মীর ভাণ্ডার – এপ্রিল মাসের সম্ভাব্য তারিখ
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১.৫ কোটি মহিলা উপভোক্তা রয়েছেন। সাধারণত প্রতি মাসে ৫ তারিখ থেকে ১০ তারিখ-এর মধ্যে টাকা দেওয়া হয়।
- চলতি এপ্রিল মাসেও ৮ থেকে ১২ তারিখের মধ্যে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে বলে জানা গেছে।
- কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক বা সার্ভার জনিত কারণে সামান্য দেরি হতেও পারে।
টাকা কত?
- সাধারণ শ্রেণির মহিলারা পান প্রতি মাসে ৫০০টাকা।
- এসসি/এসটি মহিলারা পান ১০০০টাকা।
Check করবেন কীভাবে?
- ব্যাঙ্কের sms দেখুন বা ATM থেকে ব্যালেন্স জানুন।
- এছাড়াও সমস্যার ক্ষেত্রে Duare Sarkar ক্যাম্পে বা BDO অফিসে যোগাযোগ করতে পারেন।
৩. বৃদ্ধ ভাতা বা জয় বাংলা – এপ্রিল মাসের ভাতা কবে আসবে?
জয় বাংলা প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হয়। সাধারনত ৬০ বছরের ঊর্ধ্বে অসহায় নাগরিকরা এই ভাতা পান।
- সাধারনত এপ্রিল মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
- বয়স্ক নাগরিকদের জন্য টাকা নির্দিষ্ট সময়ে পৌঁছানোর ব্যবস্থা করবে রাজ্য সরকার।
ভাতার পরিমাণ কত :
- সাধারণত ১০০০ টাকা প্রতি মাসে।
৪. বিধবা ভাতা – নিয়মিত আপডেট জানুন
যেসব মহিলারা বিধবা এবং ইনকামহীন অবস্থায় রয়েছেন, তাঁদের জন্য বিধবা ভাতা প্রকল্প চালু রয়েছে।
- এর টাকা এপ্রিল মাসে ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত ধাপে ধাপে জমা পড়বে।
- ব্যাঙ্ক বা পঞ্চায়েত স্তরে তালিকা অনুযায়ী টাকা ছাড়া হবে
এক্ষেত্রে ভাতার পরিমাণ:
- ৭৫০ থেকে ১০০০ টাকা (পরিবারের অবস্থা ও ক্যাটাগরি অনুযায়ী)।
যদি কোনো সমস্যা হয় তাহলে কী করনীয়?
- এর জন্য Duare Sarkar ক্যাম্পে বা BDO অফিসে যোগাযোগ করতে পারেন।
- অথবা ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করুন।
- এছাড়াও রাজ্য সরকারের উপভোক্তা হেল্পলাইন নম্বর বা পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।
তবে যাইহোক এপ্রিল মাসে রাজ্যের বিভিন্ন ভাতা ও প্রকল্পের টাকা সময়মতো পৌঁছানোর জন্য সরকার কাজ করছে। আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন, তবে কিছুটা ধৈর্য ধরুন এবং নিয়মিত ব্যাঙ্ক বা SMS চেক করতে থাকুন। একাধিক প্রকল্পের টাকা একই দিনে না এসে ধাপে ধাপে জমা হতে পারে, তাই দেরিতে পেলেও চিন্তার কিছু নেই।

WCDC TEAM is an experience content writer related to any kinds of news like weather ,entertainment, health, national and sports .we write content with the help of various source .So do follow us regularly ..