বেকার যুব সমাজের জন্য সুখবর! ভারত সরকারের উদ্যোগে শুরু হয়েছে PM Kaushal Vikas Yojana-এর নতুন পর্ব, যেখানে প্রশিক্ষণের সঙ্গে মিলবে আকর্ষণীয় মাসিক ভাতা এবং প্রশিক্ষণ শেষে নিশ্চিত চাকরির সুযোগ।
এই কর্মসূচির মাধ্যমে ২০১৫ সাল থেকে দেশের কোটি কোটি তরুণ-তরুণী উপকৃত হয়েছেন। এবার আসছে এর পরবর্তী সংস্করণ PMKVY 4.0, যা আরও আধুনিক এবং দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণের ওপর জোর দেবে।
কি সুবিধা মিলবে?
সরকারি তথ্য অনুযায়ী, প্রশিক্ষণরত প্রত্যেক প্রার্থীকে মাসিক ৮,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে থাকবে সার্টিফিকেট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ।
কে কে আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে অংশ নিতে ইচ্ছুকদের বয়স হতে হবে সাধারণভাবে ১৫ থেকে ৪৫ বছর। তবে বিশেষ কিছু কোর্সে সর্বোচ্চ বয়সসীমা ৫৯ বছর পর্যন্ত।
প্রকল্পের ধরন:
- স্বল্পমেয়াদি স্কিল ট্রেনিং
- বিশেষ প্রকল্প
- Prior Learning ভিত্তিক সার্টিফিকেশন
কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীরা সরাসরি www.skillindiadigital.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরবর্তীকালে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করে আবেদন করতে হবে।
PMKVY 4.0 কীভাবে আলাদা?
নতুন সংস্করণে আধুনিক প্রযুক্তিনির্ভর স্কিল, যেমন ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হেল্থ কেয়ার, ট্যুরিজম প্রভৃতি সেক্টরে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।
এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও জুড়ে দেওয়া হচ্ছে বেকার যুবসমাজকে।

WCDC TEAM is an experience content writer related to any kinds of news like weather ,entertainment, health, national and sports .we write content with the help of various source .So do follow us regularly ..