চাকরি বাঁচাতে শেষ চেষ্টা! সুপ্রিম কোর্টে রাজ্যে সরকার ২৬ হাজার শিক্ষককে ঘিরে ফের মূল্যায়ন

বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল দশা। সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক গভীর সঙ্কট তৈরি হয়েছে । এর ফলে ২৬ হাজার চাকরি প্রার্থীরা পথে নেমেছেন তারা তাদের ন্যায্য চাকরির দাবিতে। এমন পরিস্থিতিতে রায় সংশোধনের আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য প্রশাসন। জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানির আর্জি জানানো হয় প্রধান বিচারপতির বেঞ্চে।

আজ, রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, আদালতের রায় কার্যকর করার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছে। এমন অনেক শিক্ষক রয়েছেন যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন, হলে শিক্ষকদের চাকরি না থাকলে খাতা তারা দেখতে পারবেন না ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শিখিয়ে যেতে পারে। এরফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়েও উঠছে প্রশ্ন। সেই কারণেই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি চাওয়া হয় আদালতের কাছে। আগামীকালই এই ব্যাপারে জরুরী ভিত্তিক শুনানি দেওয়া হবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিষয়টির গুরুত্ব বুঝে রাজ্যের আবেদন বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, “বিষয়টি আমি দেখব।” ফলে আগামীকাল, এই মামলার দ্রুত শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেন। এরপর থেকেই রাজ্যজুড়ে শুরু হয় তুমুল আলোড়ন। বিভিন্ন জায়গায় চাকরিচ্যুত কর্মীরা বিক্ষোভে নামেন। চাপ বাড়ে রাজ্য সরকারের উপর। চাকরিজীবীদের দাবি জানান হয় তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক না হলে তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক সরকার।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করেছে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই রায় আবার পুনর্বিবেচনা করে দেখতে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে। শিক্ষাক্ষেত্রে এর প্রভাব বিবেচনা করে পুনর্বিচার আবেদনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

সুপ্রিম কোর্টের এই রায় যদি সংশোধন হয় তাহলে হাজার হাজার চাকরিজীবীরা আবার তাদের চাকরি ফিরে পাবেন। এর ফলে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ আবার আলোর মুখ দেখতে পারে। আগামী দিনের শুনানি যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

রাজ্য সরকারের এই পদক্ষেপ শিক্ষক সমাজের মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়।

Leave a Comment